চরফ্যাশনের ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র/ছাত্রীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেয়া ২ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
আজ ৩ মে সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার অনার্স ভবন মিলনায়তনে এ চেক হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম কবির সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।