মিশরের রাজধানীর কায়রোতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে কায়রোর আল-আমিরিয়া আল আমিরিয়া জেলার একটি ভবণে অভিযান চালায় পুলিশ। সেখানেই এই বন্দুকযুদ্ধ হয়।
বন্দুকযুদ্ধের পর ওই ভবন থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
মিশরের গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধের সময় কায়রোর আল-আমিরিয়া জেলাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ঘর থেকে বের হতে স্থানীয়দের নিষেধ করা হয়।