
মালয়েশিয়ার জোহর রাজ্যে এক যৌথ অভিযানে বাংলাদেশিসহ মোট ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
বুধবার জেলার বিভিন্ন স্থানে পোশাক সেলাইয়ের দোকান, ধাতব কারখানা ও বিদেশিদের খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
জেআইএম জোহরের এনফোর্সমেন্ট টিম বেলা ১১টা থেকে ‘অপ মাহির’, ‘অপস সেলেরা’ এবং ‘অপস কুটিপ’ শিরোনামে এ অভিযান পরিচালনা করে।
জোহর জেআইএম পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাশের অপব্যবহারের অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
আটকদের মধ্যে রয়েছেন- ১৯ জন মিয়ানমার, ৬ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয়, ৫ জন বাংলাদেশি, ১ জন পাকিস্তানি, ৫ জন কম্বোডিয়ান, ১ জন শ্রীলঙ্কান পুরুষ এবং ২ জন শ্রীলঙ্কান মহিলা, ১০ জন মিয়ানমার মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান মহিলা, ২ জন ভারতীয় মহিলা।
সবাইকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক দাতুক রুসদি জনসাধারণকে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, জোহরে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।