ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুতুবা নতুন বাজারে মো: ছেলামত নামক ব্যবসায়ীর দোকান হতে ৯ বস্তা সরকারি চাল জব্দ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী।
বুধবার বেলা ১১টায় চাল জব্দ করে ব্যবসায়ী ছেলামত কে আটক করে নিয়ে আসেন। পরে দুপুরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ছেলামত কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ছেলামত যার ‘কাছ হতে চাল ক্রয় করেছেন ওই ডিলার আ: মন্নান কে ২৫ হাজার টাকা জরিমানা করেন এ নির্বাহী অফিসার।
ডিলার মন্নান জানান, এ চালগুলো তিনি দৌলতখান হতে ক্রয় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত চালগুলো সরকারি খাতে নেয়া হয় এবং দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস