রাত্রি দাস: নেত্রকোনায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতৃর্র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ ওঠেছে পৌরসভার পারলায় একই এলাকার প্রতিবেশী দুই কিশোরের বিরুদ্ধে। তারা হচ্ছে- কলেজছাত্র তিতাস সূত্রধর ও এসএসসি পরীক্ষার্থী পার্থ সূত্রধর।
ঘটনার প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মারধর করেছে উত্যক্তকারীদের স্বজনরা। বর্তমানে পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হলে দুই কিশোরকে গ্রেপ্তার কওে নেত্রকোনা মডেল থানা পুলিশ ।
অভিযোগে জানা গেছে,নেত্রকোনা পৌর শহরের পারলা বাসষ্ট্যান্ড এলাকার রবীন্দ্র সূত্রধরের ছেলে তিতাস সূত্রধার ও রতন সূত্রধরের ছেলে পার্থ সূত্রধর প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের চতৃর্র্থ শ্রেণির স্কুলছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিল। মেয়েটিকে দেখলেই নানা আপত্তিকর কথা বলে এবং স্কুলছাত্রীর ওপর ও বাড়িতে ঢিল ছুড়ে মারে। এ নিয়ে ছাত্রীর বাবা প্রতিবাদ করলে গত বুধবার বাড়ি থেকে বের হলে তাকে মারধর করে উত্যক্তকারীদের স্বজনরা। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে গত বৃহস্পতিবার ছাত্রীর বাবা বাদী হয়ে তিতাস সূত্রধর ও পার্থ সূত্রধরের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পুলিশ মামলার দুই আসামি তিতাস সূত্রধর ও পার্থ সূত্রধরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিজ্ঞ বিচারক পার্থ সূত্রধরের জামিন মঞ্জুর করেন এবং তিতাস সূত্রধরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিনে ছাড়া পেয়ে পার্থ ও তার স্বজনরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে নানা ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করছে। এমনকি পরিবারটিকে ক’দিন ধরে বাড়িতে অবরুদ্ধ করে রাখছে। বাড়ি থেকে বেড় হলেই নানা হুমকি প্রদর্শণ করছে। এতে করে বাদী ও তার পরিবারের লোকজনকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
স্কুলছাত্রীর ফুফু, বৃদ্ধা দাদী বলেন, কয়েকদিন আগে ওরা আমাদের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এলাকার কারো কথা তারা শুনেনা। স্কুলছাত্রী, বাড়ির শিশু এবং যে কোন মানুষ দেখলেই ওরা নানা আপত্তিকর কথা বলে। ভয়ভীতি দেখায়। মামলা তুলে না নিলে এলাকা ছাড়া করার হুমকি দেয়।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বাদীকে হুমকি দেওয়া এবং অবরুদ্ধ করে রাখার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন