করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ১ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া লক্ষ্মীপুর জেলায় ১৭ জন এবং ফেনী জেলায় ১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে।
চট্টগ্রামে আক্রান্ত ৬৫ বছর বয়সী রোগী নগরের সরাইপাড়া এলাকায় বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
এদের মধ্যে লক্ষ্মীপুর জেলায় ১৭ জন, চট্টগ্রাম এবং ফেনী জেলায় ১ জন করে কোভিড ১৯ রোগী রয়েছে। এখন পর্যন্ত মোট ১ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই