করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টার দিকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতাল কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি টিকা নেন।
বিকেল সাড়ে তিনটার কিছু পর তিনি হাসপাতালে এসে পৌঁছান।
গত ৮ জুলাই তিনি ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।
কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর দীর্ঘ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ