ভোলা জেলার চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জিকু নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার রাতে ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক জাহিদুল ইসলাম জিকু একই গ্রামের মৃত আব্দুল সহিদ সরদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জহিদুল ইসলাম জিকু দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। এমন খবর পুলিশের কাছে থাকলেও প্রমাণের অভাবে তাকে গ্রেফতার করতে পারেনি। বুধবার রাতে ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. পনির খাঁন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন গণমাধ্যমকে জানান, ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃ যুবক জাহিদুল ইসলাম জিকুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস