ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের সুলতান আহমেদের স্ত্রী মাহামুদা বেগম (৫০) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রবিবার ২৬ এপ্রিল সকালে চরফ্যাশন হাসপাতালে তিনি মারা যান।
মাহামুদা বেগমের পারিবারিক সূত্র জানায়, মাহামুদা বেগম সর্দি, কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হাসান মাহমুদের চেম্বারে নিয়ে আসেন। এসময় ডাঃ হাসান মাহমুদ পরীক্ষা-নিরীক্ষা করার কিছুক্ষণ পড়েই তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, কিছু দিন পূর্বে ওই বাড়িতে ঢাকা থেকে এক আত্মীয় বেড়াতে আসেন। ধারনা করা হচ্ছে তার সংস্পর্শেই মাহামুদা বেগম আক্রান্ত হয়ে থাকতে পারেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক ভিন্নবার্তা ডটকমকে জানান, মাহামুদা বেগমের রোগের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস