চরফ্যাশনের হাজারীগঞ্জের ৭নং ওয়ার্ডে বজ্রপাতে ইউছুফ নামের এক যুবক নিহত হয়েছে। ওই সময় বজ্রপাতে যুবকের ১টি গরুও মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, হাজারীগঞ্জ ৭নং ওয়ার্ডের জোনাব আলীর ছেলে বাড়ীর পার্শ্বের ফসলের ক্ষেতে প্রবল বৃষ্টির মধ্যে গরু আনতে যায়। বিকাল সাড়ে ৪টায় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ইউছুফ নিহত হয়। এসময় ইউছুফের সাথে থাকা গরুটিও মারা যায়।
হাজারীগন্জ ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার শশীভূষন থানা পুলিশের সাথে সমন্বয় করে লাশ দাফনের সিদ্ধান্ত দেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস