করোনা নিয়ে কবিতা লিখলেন অ্যাডভোকেট কবির
কোথায় আছো করোনা
আমায় কেন ধরোনা
নাকি খুঁজে পাওনা
দড়জা দিয়ে ঢোক না
আছি তোমার অপেক্ষায়
নিয়ে যাবে আমাকে হেথায়
যেথায় আমাকে কেউতো ছোঁবে না
ধারে কাছে মোর কেউ আসিবে না
আমি চলে যেতে চাই একাকী সেথায়
কেউ আমাকে আর খুঁজে পাবেনা হেথায়
যেথায় দেখতে পাব আমি আমার সবুজ সুনিবিড় গাঁ
আমাকে দেখতে পাবেনা আমার কোন আপনজনেরা
লেখক: অ্যাডভোকেট এম এইচ কবির, ভোলা, চরফ্যাশন
ভিন্নবার্তা/সাইদুল