দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই, (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর। ২৯ জুন সোমবার আনুমানিক সন্ধ্যা সোয়া ৬ টায় তিনি মারা যান। রেহেনা আক্তারের বড় ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি জানান।
রেহেনা আক্তারের মৃত্যুতে ইত্তেফাকের বার্তা বিভাগের প্রধানসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন, একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী বাচ্চু মিয়া ও দুই কন্যা সন্তান রাদিয়া ইসলাম (১৫) ও রাবাব ইসলাম (৩) সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের পূর্বে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টুয়েন্টিফোর অনলাইন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন। তার নামাজে জানাজা রাত ১০ টায়, রুপগঞ্জ, নারায়নগঞ্জ ৮ নং ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলম মৌস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা গভীর শোক জানান।
ভিন্নবার্তা ডটকম/এসএস