1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

“১৭ কোটি মানুষকে খাওয়াচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে দিচ্ছি আশ্রয়”: প্রধান উপদেষ্টা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:০০ pm

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আয়তনে ছোট হলেও বাংলাদেশ তার বিশাল জনগোষ্ঠী এবং বিপুল সংখ্যক শরণার্থীর ভার সফলভাবে বহন করছে।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও, আমরা ১৭ কোটি ৩০ লাখ মানুষের খাদ্য জোগান দিচ্ছি। সেই সঙ্গে, ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছি, যারা মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে আমাদের দেশে এসেছে।”

লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ এখন ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ধান ছাড়াও শাকসবজি ও মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। দেশের কৃষি খাতে ফসল উৎপাদনের ঘনত্ব এখন ২১৪ শতাংশে পৌঁছেছে। উদ্ভাবিত হয়েছে ১৩৩ ধরনের জলবায়ু-সহনশীল ধানের জাত।

তিনি আরও বলেন, কৃষকদের যান্ত্রিক চাষে উৎসাহ দিতে সরকার ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। তৈরি হয়েছে শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা। এর ফলে শিশুর খর্বতা কমেছে, খাদ্যতালিকায় এসেছে বৈচিত্র্য। একই সঙ্গে মাটি, পানি ও জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে কৃষিকে আরও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব হয়েছে।

ড. ইউনূস বলেন, “আমি আনন্দিত যে ২০১৬ সালে গঠিত ‘নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস’, যার আমি একজন সদস্য, সেটি আজ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO)-এর একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পরিণত হয়েছে। আমি আশা করি, এটি ভবিষ্যতে আরও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ