1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অহংবোধ

লোকমান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ৭:০১ pm

অহংবোধ মানুষের জীবনকে অন্ধকারে রাখে,
ফকরের দাপটে দাপিয়ে পাপাচারে থাকে।
ভালো মন্দ হিতাহিত জ্ঞান হারিয়ে বিদঘুটে পথে যায়,
আপনপর চিনতে ভুলে গিয়ে অজানাঅচেনা মতে পায়।
পায়ের নিচে চলে মাতাল স্বর্গে মাতলামি,
কথায় কথায় খোঁচা দিয়ে চলে তোতলামি।
হায়াতমউতের চিন্তা কারো মনে নাই,
আনন্দউল্লাসের পাপ ফুর্তিতে সবাইকে পাই।
এতো কোনো অবস্থায় কোনোভাবে মানবিকতা নয়,
মনুষ্য প্রজাতি সনাক্ত করনে থাকে ভয়।
সবজান্তা সবজায়গায় করে হাজারো নিয়মনীতি,
অথচ নিজেরা মানেনা নিজেদের গড়া যতোরীতি।
এমনতো হবার নয় অহমিকা অহংকারে সবই হয়,
ভুলে যাই তাহলে অহংবোধে সহসাই হতে পারে পরাজয়।
তাইতো চিন্তাবিদ গবেষকের মতো বিবেক জাগ্রত চাই,
যেন আমরা আমাদের উজ্জ্বল ভবিষৎটাকে উজ্জীবিত পাই।।



আরো




মাসিক আর্কাইভ