মহানবী (সাঃ) কে নিয়ে ফ্রান্সে সরকারী পৃষ্টপোষকতায় ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় মুসলমানদেও ধর্মীয় অনুভ’তিতে আঘাত লাগে। যার প্রতিবাদেও ধারাবাহিকতায় রৌমারীতে ইসলামি আন্দোলন কমিটির উদ্দোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রৌমারী ইসলামি আন্দোলন কমিটির সভাপতি আলহাজ্জ নুর হোসেন মুক্তারের ডাকে বিশাল গনজমায়েতে নেতৃত্ব দেন মাওলানা আনসার উদ্দিন, মাওঃ আবুল কালাম আজাদ, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আকতারুজ্জামান, আনোয়ার হেসেন, আশিক উল্লাহ, ইব্রাহিম, আহমেদ সুলাইমান, ইয়াছিন আহাম্মেদ,আব্দুল আলিম প্রমুখ। শতশত মানুষের বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান শহর প্রদক্ষিন শেষে রৌমারী বাজারস্ত শাপলা চত্তরে আলোচনা সভায় মিলিত হন। সভায় বক্তারা প্রিয় নবী মহানবী (সাঃ) কে নিয়ে ফ্রান্সে সরকারের সার্বিক সহযোগিতায় ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার তিব্র প্রতিবাদ জানান।
সভায় বক্তারা বলেন, আজ মুসলিম বিশ্ব বহির বিশ্বের সংখ্যা গরিষ্ট অমুসলিম দেশের চক্রান্তের বেড়া জালে আবদ্ধ হয়ে পড়েছে। মুসলমানদের দফায় দফায় নিপিড়ণ নির্যাতন করে চলছে। মুসলিম শক্তি তথা মুসলিম জাহানের শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সঃ) । যিনি আল্লাহর প্রেরিত রাসুল। যিনি জগতের মহামানব মুসলিম জাহানের শিরোমণি। মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গ চিত্র প্রকাশ করায় মুসলমানদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে। ফ্রান্সকে ধিক্কার জানিয়ে দেশের জনগণ ও বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সকল পর্ণ বর্জনের আহবান জানান।
ভিন্নবার্তা/এসআর