
রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (২৫ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১০টা ২২ মিনিটে কালশী রোড এলাকায় একটি ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে সেখানে ১০ ইউনিট পাঠানো হয়েছে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার এবং ছয় তালায় পোশাক কারখানা রয়েছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাতসহ নানা কিছু তদন্ত সাপেক্ষে বলা যাবে।