1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেওয়ারিশ লাশ

পবিত্র দাশ।
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ৬:৪৯ pm

উদীয়মান নক্ষত্রের চেয়ে
উড্ডীন ক্ষনস্থায়ী রঙিন বেলুন যদি
তোমার কাছে আকর্ষণীয় বস্তুু মনে হয়!
তবে জেনে রেখো চাতকী,
আমার আকাশে আজ তুমি অস্তিত্বহীন।
ছিলেধ্রুবতারা হৃদ মন্দিরে
ঝর্ণা ধারায় স্বর্ণমহলে সাঁঝবাতি,
আবেগ অশ্রুতে বিদায় দিয়েছি
করে গেলে শুধুই ক্ষতি।
রেখে গেল বিমূর্ত স্মৃতি।
অসম অপ্রকৃত রসধারা অন্বেষণে
গলে পরলে কলঙ্ক কণ্টক মালা!
অসংযত নিঠুর খেলায় অমৃত খোয়ালে
কতটা নির্বাক নিঠুর লুকোচুরি বেলায়!
তবু মসিমাখা আঁধারে জোনাকি হয়ে
জ্বেলে যায় দ্বীপ সুখের স্বপনে।
ঘোলাটে জলের ভাঙনের খেলায়
সরল মানুষগুলো শুধু ধোঁকা খায়।
চাতকী আজ বেওয়ারিশ লাশ
নেই বিশ্বাস নেই আশ্বাস।
দরদাম হয় নিশিপুর হাটে
অন্ধ গলির বদ্ধ খাটে।
নেই জৌলুস আর নেই চাঁদমুখ।
প্রশ্ন একটাই কি পেলো সুখ?
তারপরও কেন ভেঙ্গে যায় বুক?
প্রিয়তমা কেন বেওয়ারিশ হলো!
ব্যর্থতা কি তবে আমারি ছিলো?
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




মাসিক আর্কাইভ