1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বুঝলে না

বিপ্লব সাহা
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩ ২:৫৪ pm

অনেকদিন পর মনে পড়ে গেলো
সে এক বেহিসাবী সময় ছিলো
যখন আবেগের কাছে হার মেনেছি
কারণ সবে যৌবনে পা দিয়েছি
আর তুমি ছিলে এক তরুণী
স্বভাব দোষে খেয়ালই করোনি
আমি ভালোবাসতাম তোমায়
বুঝিনি তোমার কি ছিলো কোন সায়
তবুও ছিলো কেমন যেন একটা টান
তাই যখন তখন করতে অভিমান
কোন অধিকারে আমি তখন
ছুঁয়ে দিয়েছি তোমায়
অবলীলায়
তাতে তুমি বারণ করোনি
আমার অসতর্ক হাত চেপেও ধরোনি
বরং গা এলিয়ে দিতে
শুধুই বুঝি দেহাতি আদর পেতে
পোষমানা এক বিড়ালের মতো
কত কি যে বাহানা ছিলো শত
অতি নমনীয় তুলতুলে শরীর তোমার
লেপটে থাকতো হয়ে একাকার
আমার পাশবিক আলিঙ্গন
উপভোগ করতে ভীষণ
বুঝতে তুমি সেসব
পার্থিব অনুভব
তাতে নীরব প্রশ্রয় ছিলো তোমার
আমি বিলি কেটে দিয়েছি কতো বার
তোমার এলোমেলো কুঁকড়া চুলে
তুমি প্রায়ই যেতে ভুলে
এই অসম সম্পর্ক শেষাবধি টিকবে না
কেননা নিখাদ ভালোবাসাটুকুই যে বুঝলে না।



আরো




মাসিক আর্কাইভ