1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বায়ুদূষণের কারণে লাহোরে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ১১:৪৬ am

ভয়াবহ বায়ুদূষণের কারণে পাকিস্তানের লাহোরে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া দফতর বলছে, আগামী ছয় দিন দূষণের মাত্রা একই থাকবে।

লাখ লাখ শিশুকে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ থেকে এড়াতে রোববার (৩ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, স্কুল বন্ধের সময়সীমা বাড়ানো হবে কি না তা নির্ধারণ করতে আগামী শনিবার পরিস্থিতি আবার মূল্যায়ন করা হবে।

বেশ কিছুদিন ধরে লাহোরের ১ কোটি ৪০ লাখ মানুষ দূষণের মিশ্রণে আচ্ছন্ন রয়েছে। বৈশ্বিক বায়ুমানের সূচক ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। কুয়াশার সঙ্গে নিম্নমানের ডিজেলের ধোঁয়া, মৌসুমি কৃষিজমির খড় পোড়ানোর ধোঁয়া এবং শীতের মধ্যে ঠান্ডা তাপমাত্রাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার যন্ত্র থেকে বের হওয়া গ্যাস-সব মিলিয়ে এ ধোঁয়াশা তৈরি হয়।

বায়ুদূষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশু ও বৃদ্ধদের ওপর। পরিবেশগত সমস্যার কারণে নানা ধরনের রোগের ঝুঁকিতে রয়েছের তারা।

পাঞ্জাব সরকারও রোববার এক হাজারের বেশি দূষণ সংক্রান্ত সংক্রমণের তথ্য রেকর্ড করেছে, যা ‘নজিরবিহীন’ বলে মনে করা হচ্ছে। বায়ু দূষণ থেকে বাসিন্দাদের রক্ষা করতে জারি করেছে সবুজ লকডাউন। যার অধীনে নির্মাণ কার্যক্রম, বাণিজ্যিক জেনারেটর ব্যবহার, কয়লা বা কাঠ ব্যবহার করা খাবার দোকানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ