1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তুমি কে? জানতে হবে

মহসীন আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৭:২১ pm

তুমি কে?
প্রশ্নের উত্তর খোঁজার দরকার নেই,
শুধু প্রশ্ন করে যাও
দেখবে একদিন উত্তর পেয়ে গেছো।
এই যে প্রশ্ন, এটা বলো কয়জনে করতে পারে?
আর উত্তর দিলে হাজারটা ভুল ধরবে
এটা এভাবে না দিয়ে ওভাবে দিলে ভালো হতো
আরো একটু গুছিয়ে বলা দরকার ছিলো।
আমরা ভুল ধরতে পারদর্শী এবং নিজে সব জান্তা।
অগোছালো জীবন গুছিয়ে তোলার অপর নাম জীবন!
জীবন বোধের গল্পখানি শেষ হবার আগে
কখনো শেষ করো না।
অজানাকে জানতে প্রশ্ন করো ততক্ষন পর্যন্ত
যতক্ষন না উত্তর দাতা নিজে বিরক্ত হয়।
জানতে হবে, জানার কোন শেষ নেই
আদি থেকে অদ্য পর্যন্ত।
শুধু জানলেই হবে না জানাতে হবে ।
প্রশ্নের আশায় না থেকে
তুমি যা জানো তা পৃথিবীকে জানিয়ে দাও।
কারণ তুমি যা জানো তার প্রশ্নটা হয়তো কেউ জানে না।
জানতে হলে পড়তে হবে এবং শুনতে হবে।
আগে শ্রোতা হউ তার পরে মঞ্চে বসো
এবং বক্তৃতা দাও দেখবে তুমি বক্তা হয়েগেছ।
পৃথিবী তোমাকে অনেক দিয়েছে এখনো দিচ্ছে
তুমি পৃথিবীকে কি দিয়েছ ভাবো
একা গভীর রাতে নির্জনে বসে।
পৃথিবীর সাথে কখনো হিসেব মিলাতে যেওনা।
সর্বদা আদান প্রদান করো দেখবে ভালো থাকবে।



আরো




মাসিক আর্কাইভ