1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

” ঝরা পাতার কান্না “

মোঃ রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২ ৫:৫২ pm

শুক্নো পাতার শব্দ যেমন
বুড়ো লোকের কান্না তেমন
কেউ শুনে না কভু,
পায়ের তলে যায় মুড়িয়ে
মুখটা থাকে পাশ ঘুরিয়ে
দেখা গেলেও তবু ।
বটের গাছটা দিতো ছায়া
তবু তোমার হয় না মায়া
পাথর সম হৃদয়,
অবহেলা অনাদরে
বুড়ো লোকে কেঁদে মরে
হও না একটু সদ্বয়।
সারাজীবন পাশে থেকে
ঝড়তুফানে আগলে রেখে
রাখতো তোমায় ঘিরে,
যেই না বাবায় পায়ে হেঁটে
করলো বড় খেটে খেটে
ঠাঁই হয় না তার নীড়ে।
গাছের টাকায় খেতে অন্ন
নিজের জীবন হয় বিপন্ন
গাছটা যখন কাটে,
বাবার জীবন হইলো মাটি
শেষ সময়ে পায় না লাঠি
খুঁড়ে খুঁড়ে হাটে।
একটু তুমি ভেবে দেখো
গাছটাকে ভাই আগলে রেখো
পরম যত্ন করে,
বাবা ছাড়া শুন্য ভুবন
বুঝে যে আজ সেই না সুজন
বাবা নাই যার ঘরে।



আরো




মাসিক আর্কাইভ