1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছুঁতে চাই হৃদয় দিগন্ত

হাবিবুল হক চয়ন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ৩:৩৮ pm

দাঁড়ালে কেন আবার ? চলো সামনে হাঁটি
সামনে যে বাঁক
বাঁক পেরোলেই ঝর্ণার কালো জল
ঝর্ণা মানে তোমার রেশমী কোমল চুল,
থামলে যে,
চলো হাঁটি আরো খানিক দূর
ফুটে আছে নাম না জানা ফুল।
বুকের বাগানে অচেনা ইচ্ছের মতন
ফুটে আছে তারা
হাওয়াতে দোলায় মাথা দাঁড়ালেই থেমে যাবে,
চলো ভালোবাসা হাঁটি আরও কিছুটা দূর,
হাঁটতে হাঁটতে চলো সুদূর দিগন্তলোক
এগুলেই ছোঁয়া যাবে নরম আঙুলে তার
যাবতীয় নিভৃত দুঃখ কষ্ট শোক,
নিরালোকে ফুটে আছে স্বপ্নময় হৃদয় গোলাপ।
আমরা তো আজ-
পরষ্পর পরষ্পরের দিগন্তে দেখি মেঘ,
বৃষ্টির ভ্রূণ দেখে-
আমরা তো ভীষণ আকুল প্রাণের গানে,
শস্যহীন হৃদয় ক্ষণিক আশাবাদী হয়ে ওঠে,
আমরা আমাদের দিগন্ত ছুঁতে চাই, ছুঁতে চাই দিগন্ত মেঘ,
হৃদয় দিগন্ত ছুঁতে চেয়ে জেগে উঠি একদিন ভোরে,
দেখি ছুঁয়ে আছি-
পরষ্পর পরষ্পরের নশ্বর মাংসল দেহ।



আরো




মাসিক আর্কাইভ