1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কষ্টের প্রহর

কাজী সাইফুজ্জামান বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫৫ pm

শৈশব কৈশোরের দিনগুলো কবে পেরিয়ে এলাম
যৌবনের দিনগুলোও বুঝি নিজেকে মাড়িয়ে যায়।
দায়িত্বের কঠিন বোঝা যে আজ এই কাঁধে
ছুটে চলেছি আমি বিরামহীন কোন এক অজানায়।
সীমানার প্রাচীর ভেদ করে বেরোতে চায় মন
হারিয়ে যেতে চায় কোন এক অজানা পথ চলায়।
যেখানে থাকবেনা কোন কোলাহল আর কলরব
সেখানে থাকবে শুধু সুখ-শান্তি আর ভালবাসার বলয়।
বাতাসে ভেসে বেড়ায় কত হাহাকার আর আর্তনাদ
বুভুক্ষ হৃদয় আমার ভেঙে হয় যেন খানখান।
মেনে নিতে পারিনা বুকের ভেতর করে কেন কান্না?
স্রোতের বেগে ধেয়ে আসে যেন প্লাবনের বান।
আবেগি মনটাকে বুঝাতে চাই কিন্তু বুঝতে চায় না
তাই ব্যথিত হৃদয় আমার চায় শুধু একটু নিরবতা।
হৃদয় -মনটাকে সঙ্গ দিতে গিয়ে আজ আমি ক্লান্ত
তাইতো বারবার খুঁজে ফিরি একটু শান্তির নির্জনতা।
হৃদয়ের ভাবনা গুলো অগুনিত তারার সমান
যন্ত্রণার আগুন জ্বলে বুকের ভেতর কুরে কুরে খায় ।
কষ্টের প্রহর গুনি বসে আমি একাকী নিরালায়
এমন কি চাই? একটু ভালো ভাবেই তো বাঁচতে চাই।



আরো




মাসিক আর্কাইভ