1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউএনও’র অফিস থেকে টেন্ডার বাক্স ভেঙে শিডিউল ছিনতাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২ ২:২৮ am

চাঁদপুরের মতলব দক্ষিণে জেলা পরিষদের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন ফরাজির নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক কাজের টেন্ডার বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় মাইন উদ্দিন দেওয়ান নামে একজনকে আটক করেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে দ্রুত বিচার আইনে।

এই ঘটনার পর রাত ১১টায় মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, প্রধান আসামি আল আমিন ফরাজিসহ পলাতকদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশসহ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে থাকা টেন্ডার বাক্স ভেঙে দরপত্র (শিডিউল) ছিনিয়ে নিয়ে যান জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীসহ বেশ কয়েকজন দুষ্কৃতকারী। খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে ‘হেরিন বোন বন্ড (এইচ বিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতাধীন পাঁচটি প্যাকেজের শিডিউল জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার দুপুর ১টায়।

ঠিকাদারদের শিডিউল জমা দেওয়ার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম টেন্ডার বাক্স সিলগালা করে চলে যান। এরপরই আল আমিন ফরাজী তার দলবল নিয়ে ইউএনওর কক্ষে ঢুকে টেন্ডার বাক্স ভেঙে জমাকৃত শিডিউল ছিনিয়ে নিয়ে যান।

এই ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী দুপুর ‌১টার মধ্যে দরপত্র (শিডিউল) জমা নেওয়ার পর টেন্ডার বাক্সটি উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সিলগালা করে রাখা হয়। পরে নামাজ আদায় করার জন্য মসজিদে যান তিনি। এর কিছুক্ষণ পর শুনতে পান টেন্ডার বাক্স ভেঙে জমা পড়া দরপত্র (শিডিউল) নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে সেখানে গিয়ে তিনি বিষয়টি ইউএনওকে জানান এবং তিনি নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ইউএনও স্যার অসুস্থ থাকায় বিষয়টি তাকে দেখতে বলেন। তিনি গিয়ে দেখেন টেন্ডার বাক্স ভেঙে জমাকৃত দরপত্র (শিডিউল) নিয়ে গেছে। এসময় ইউএনও অফিসের সিসি ক্যামেরায় দেখা যায় কয়েকজন যুবক ইউএনও অফিসে ঢুকে টেন্ডার বাক্স ভেঙে দরপত্র (শিডিউল) নিয়ে যাচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় রাতে জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। পলাতক প্রধান আসামি আল আমিন ফরাজিসহ অন্যদের গ্রেপ্তার করতে রাতেই গোয়েন্দা পুলিশসহ থানা পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। এছাড়া ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার এবং টেন্ডার বাক্স জব্দ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে জেলা পরিষদ সদস্য আল আমিন ফরাজি গত কয়েক বছর ধরে সন্ত্রাসী কার্যকলাপ, ভূমি দখল এবং টেন্ডারবাজি করে অর্ধশত কোটি টাকার মালিক হয়েছেন। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় তার একটা ক্যাডার বাহিনীও রয়েছে। যাদের ভয়ে আতঙ্কে থাকে এলাকার সাধারণ মানুষজন।

বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর ইদানিং আবারো বেপরোয়া হয়ে উঠে আল আমিন ফরাজি ও তার দলবল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




মাসিক আর্কাইভ