1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমি আঠারো তুমি উনিশ

মোঃমনির সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ ১১:০৯ am

আমি কাব্যের আঠারো. তুমি গল্পের উনিশ
আমি ভালোবাসায় বিশ তুমি প্রেমের একুশ আঠাশ।
আমি কাব্যের সাজানো অক্ষর তুমি কলমের আকৃতি
আমি মনের ভাষা তুমি শব্দের অর্থ।
আমি কাব্যের আঠারো. তুমি গল্পের উনিশ
আমার-তোমার মিলে দুজনেরই বয়স হলো বিশ।
আমি কাব্যের হাসি তুমি গল্পের আবির্ভাব
আমি মন বদলে হাওয়া তুমি সাঁজের রামায়ণ অনুভূতি।
আমি কাব্যের আঠারো তুমি গল্পের উনিশ
আমি অমর একুশে গ্রন্থমেলার ভীড় তুমি অমর একুশে গ্রন্থমেলার শত পাঠক সংখ্যা।
আমি চায়ের আড্ডা উনিশ তুমি গল্পের ধাপে হয়েছো বিশ
আমি প্রেমের বস্তু তুমি আবেগের তৃপ্তি।
আমিও কাব্যের আঠারো তুমিও গল্পের উনিশ
দুটি পক্ষের মন শিহরিত নাট্য কবিতার উৎস।
আমি আঠারো কাব্যের গল্প কথা তোমাকে শুনাবো
তুমি উনিশ লিখে নিও হৃদয় ডায়েরি পাতায়।
আমি আঠারো কাব্যের বিশ্বাসে প্ররোচিত কাচের বাক্সে
তুমি উনিশ সাঁজে বিয়ের সাজানো অক্ষরে প্রাণের স্পন্দন মায়ার ঘর।
আমি আঠারো কাব্যের সন্ধ্যায় তোমাকে চাই
তুমি জানো হয়তো উনিশ ধাপ পেরিয়ে আমরা হয়ে গেছি বিশ বছর বয়সে প্রেমের বস্তু ঘর।
আমি আঠারো কাব্যের বৃক্ষ রোপণ করি বিশের কোঠায়
তুমি উনিশ লিখে নিও মনের গহীন কোণে শেষের বৃক্ষ ছায়ার মতোই আমিও তোমাকে চাইবো বিশ একুশের প্রেক্ষাপট বন্ধনে!!!



আরো




মাসিক আর্কাইভ