1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অন্তিম খেলা

মইন উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ৬:১১ pm

নিকৃষ্ট দুনিয়া মাঝে লাগো তুমি যেই কাজে
তুমি নও অপদার্থ জন,
তোমার মাহাত্ম্য আছে কাল ঘুর্ণনের কাছে
অপকৃষ্ট করো না এ মন।
নিকৃষ্ট চরিত্র যার মান যায় সব তার
কুলাঙ্গার বলে সব লোকে,
চরিত্র হনন হলে সবে তাকে মন্দ বলে
কাটে তার একাধিক শোকে।
একের অধিক শোক প্রতিপন্ন ইহলোক
মন্দ কাটে শেষের বেলায়,
খোদার প্রণীত জীব থাকে যদি চিরঞ্জিব
জিত হবে অন্তিম খেলায়।
জগতের সৃষ্টি যতো মানুষের হিতে ততো
করেছেন সৃষ্টিশীল দান,
মানুষ করেছে তাতে অধিকার নিয়ে খাতে
বিবাদের যতো আছে শান।
স্রষ্টার এইতো খেলা যতো আছে কুম্ভমেলা
খেলে যান অনর্থক ভাবে,
প্রদর্শন করে যাবে কে কার মগজ খাবে
পরিহাসের ভাবে মজাবে।



আরো




মাসিক আর্কাইভ