‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নিদের্শনা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন: করোনা প্রতিরোধে সহাতয়া করুন।’ এই স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন ও নিন্ম আয়ের দরিদ্র মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
করোনা পরিস্থিতিতে তাঁর ঘোষিত ” মানুষ মানুষের জন্য” কর্মসূচি আওতায় তিনি দ্বিতীয় পর্যায়ে আজ ৭ এপ্রিল মঙ্গলবার চরফ্যাশনের শশীভূষণ রহিমা ইসলাম কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এওয়াজপুর ও রসুলপুর ইউনিয়নের ১ হাজার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রি বিরতণের সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি, ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দুলারহাট নিলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ও সদস্য বৃন্দ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি খাদ্য সামগ্রি রিবতণকালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষকে এই ভাইরাস মোকাবেলা সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। মানুষ যাতে অহেতুক ঘরের বাইরে বের না হন যেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর হওয়ারও নির্দেশ দেন। এমপি জ্যাকব বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ঘরে থাকুন। কেউ কোনো সমস্যার কথা জানালে তা সমাধানে সরকার আন্তরিক রয়েছে বলেও উল্লেখ করেন সাবেক এই উপমন্ত্রী।
এরআগে গতকাল করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের ডাক্তার, নার্সদের মধ্যে পিপিই ও মাস্ক বিতরণ করেন ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরার) জাতীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। একইদিন নীলকমল ও আবু বকর পুর ইউনিয়নের ১ হাজার কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে “মানুষ মানুষের জন্য” কর্মসূচির আওতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। ৬ এপ্রিল সকাল ১১টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট হাইস্কুল মাঠে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইনে বুলেটিনে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ লাখ। মারা গেছেন প্রায় পৌনে এক লাখ মানুষ। তবে দুই লাখ ৮৬ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর দিচ্ছিল আইইডিসিআর। এরমধ্যে ৫ এপ্রিল একবারে ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। আর তার পরদিন ৬ এপ্রিল নতুন করে ৩৫ জন শনাক্ত বলে জানানো হয়। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৪। মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
ভিন্নবার্তা ডটকম/এসএস