আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্ব্য ব্যাবস্থাকে পুরোপুরি ভেঙ্গে নতুন করে সাজানোর দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গূরত্বূর্ণ হচ্ছে স্বাস্থ্যখাত ও প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তার ব্যাবস্থা করা। দেশের স্বাস্থ্য ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। তাই এবারের বাজেটে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গূরত্ব দিয়ে পুরো স্বাস্থ্য ব্যাবস্থাকে নতুন করে নতুন করে তৈরী জরুরী। পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্টির জন্য স্বাস্থ্য ভাতার ব্যাবস্থা কারতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় নিজ বাসায় থেকে দলের পক্ষ থেকে বাজেট ভাবনা তুলে ধরতে ভার্চূলাল সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারনে অর্থনীতিবিদরা। গতানুগতিক বাজেট নয় একটি ৬ মাসের অন্তবতীকালীন বাজেট ঘোষণা দেয়ার দাবি জানিয়েছেন আমরা সেই দাবির সঙ্গে একমত জানাচ্ছি। কারন বর্তমান পরিস্থিতি জনগণকে বাঁচিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। তাই সব ধরনের উন্নয়ন প্রজেক্ট বাদ দিয়ে জনকল্যানে অন্তবর্তীকালীন বাজের প্রনয়ন করলে দেশের মানুষ চলমান সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারবে।
মির্জা ফখরুল বলেন, করোনা ভাইরাসের প্রকোপের কারনে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। চাকরীচ্যূত হয়ে বেকার হয়ে পড়ছে মানুষ। ঘরে খারাপর নেই। এমন অবস্থায় এই মূহর্তে নি¤œবৃত্তের হাতে নগদ অর্থ পৌঁছানো জরুরী। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক প্রনোদণা দিয়ে তাদের টিকিয়ে রাখতে না পাররে আগামীতে অর্থনীতি হুমকীর মুখে পড়বে। এ সময় আইটি প্রযুক্তিতে বিপুল পরিমানে আয়ের সম্ভবনা তুলে ধরে এ খাতে বরাদ্দা বাড়ানোর তাগিদ দেন তিনি।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, চলামন মহা দূযোগেও সরকার ভিন্নমতকে উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্ত মাফিক কাজ করছে। সব বিরোধী দলকে বাদ দিয়ে একা সংকট মোকাবলার নামে জনগণকে আরোও বিপদের মুখে ঠেলে দিচ্ছে।