সিঙ্গাপুরে নতুন করে ৪৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৫৬ জনই বাংলাদেশি। ২৫৬ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ১৩১৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এদিন ১২৭ জন ইন্ডিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হন৷
বুধবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯৯ জন৷ আরও ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৫২ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দশজনের মৃত্যু হয়েছে৷
সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ৭৯৭ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাছাড়া গতকাল করোনায় আক্রান্তের ৪০৪ জনই ডরমিটরিতে অবস্থানকারী ওয়ার্ক পাশ হোল্ডার৷
আক্রান্ত ৪৪৭ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ বুধবার ৪০৪ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ৪০৪ জন ডরমিটরিতে অবস্থান করত৷ ৩৮ জন স্থানীয় নাগরিক৷
১৪৯৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ এরমধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৫৪০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই