করোনার সংক্রমণ এড়াতে শারীরিক দূরত্ব বজায় না রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করায় মসজিদ কমিটির এক সদস্যের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১ মে) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল আহমেদ এ আদালত পরিচালনা করেন।
উল্লেখ্য, বর্তমানে তিনি ওই উপজেলা জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ জানান, করোনা নিষেধাজ্ঞার মধ্যে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের দ্বিতীয় তলায় শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করে। পরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন অমান্য করায় উপস্থিত মুসল্লির পক্ষে ক্লিনিক মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। যদিও তিনি মসজিদ কমিটির সদস্য। কিন্তু সেই হিসেবে তাকে জরিমানা করা হয়নি। আর এটি করা হয়েছে একমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য।
তিনি জানান, এ সময় মসজিদের অন্য মুসল্লিদেরও সতর্ক করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস