করোনা মহামারির মধ্যেও থেমে নেই ইয়াবাকারবারীরা। পুলিশ ৪৫ পিস ইয়াবাসহ ১৮ এপ্রিল চরফ্যাশন থেকে বারেক গোলদার (৪২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জাকির হোসেনের মুদি দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত বারেক চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মৃতঃ আঃ আজিজ গোলদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবক বারেক পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। ভাড়ায় মোটরসাইকেল চালানোর আড়ালে সে দীর্ঘদিনযাবত মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল। বারেক শনিবার দুপুরে হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জাকির হোসেনের মুদি দোকান সংলগ্ন এলাকায় মাদক বিক্রি করতে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
শশীভূষণ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বারেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস