রৌমারী শহর রক্ষা বাঁধের গুরুত্বপূর্ণ পয়েন্টে জিও ব্যাগ ফেলা হচ্ছে। বন্দবেড় ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে এ কাজ বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। আজ (২ জুলাই) সকাল থেকে ফৌজদারী বাঁধের গত বন্যায় ভেঙ্গে যাওয়া স্থানে বালু ফেলে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থানীয়রা বলছেন, জিও ব্যাগ ফেলার কারণে অনেকটা টেকশই হয়েছে বাঁধটি। এটি ভাঙলে ডুবে যায় রৌমারী শহরসহ গোটা উপজেলা প্রশাসনের সকল দফতর ও হাটবাজার। বিচ্ছিন্ন হয়ে পড়ে রৌমারী উপজেলা থেকে গোটা দেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে দেড় হাজার জিও ব্যাগ চাওয়া হয়েছে। এর মধ্যে ৫০০ ব্যগ দিয়েছে তারা। তা দিয়ে আপাতত কাজ চালিয়ে নেয়া হচ্ছে। বাকিগুলো পেলে কাজ সম্পন্ন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস