
শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে গীতাপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার উদ্যোগে রবিবার বিকেলে আখড়া প্রাঙ্গনে এ গীতাপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গীতাপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শতাধিক শিশু অংশ নেয়।
৩ নভেম্বর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৪ নভেম্বর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে তিন দিনব্যাপী এ আয়োজনের।