বাংলাদেশের করোনা সংক্রমণ মোকাবিলায় চীনের অভিজ্ঞ চিকিৎসক দল পাঠানোর ইচ্ছার কথা জানিয়েছে বেইজিং। বুধবার (২০ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই বিষয়ে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশেন আয়োজিত চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ভিডিও কনফারেন্সে চীনের পক্ষ থেকে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস চীনা দিয়েছিল কমিউনিস্ট পার্টি।
ভিন্নবার্তা ডটকম/এসএস