রাত্রি দাস: কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টি ও মাস্ক পরিধান সংক্রান্ত প্রচারণা ও জনগণকে উদ্বুদ্ধ করতে নেত্রকোনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান সোমবার দুপুরে শহরের মোক্তারপাড়ায় করোনা ভাইরাস প্রচারণা কেন্দ্রে এই মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনা পৌরসভা,সড়ক ও জনপথ বিভাগ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,গণপূর্ত অধিদপ্তর,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ঘন্টাব্যাপী প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচীতে অংশ নেন।
প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচী শেষে জেলার বিভিন্ন প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের হাতে ৫ হাজার পিছ মাস্ক তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জিয়া আহম্মেদ সুমন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুমার কুন্ড, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলাম,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসিনুর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস,এম সাফিন রহমানসহ সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এন