
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার লালমোহন উপজেলার আব্দুল হালিম উমর ঢাকায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। ঢাকায় হিফজুল কুরআন বিষয়ে এক বিভাগীয় প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করেন তিনি। তাঁর পিতা আব্দুল কাদির ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষক হিসেবে কর্মরত আছেন । সন্তানের সাফল্যে তিনি অনেক গর্বিত ও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সন্তানের উত্তরোত্তর উন্নতির জন্য তার ওস্তাদদের কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেছেন আব্দুল কাদির। তার সন্তানের এ সাফল্যে খুশি হয়ে তার অনেক গুণগ্রাহী উচ্ছাস প্রকাশ করে ছেলের এ অবদানে পিতার কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছার কথা স্মরণ করেন। ভোলার এ কৃতি হাফেজের সাফল্যে খুশি হয়ে লালমোহনের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মাওঃ আজিম উদ্দিন খান বলেন, আবদুল হালিম উমর লালমোহনের গর্ব। তার এ সাফল্যে তার পরিবারের পাশাপাশি আমরা শুভাকাঙ্ক্ষীরাও আনন্দিত। আমরা আশা করি তরুণ এ হাফেজে কোরআনদের মাধ্যমে গোটা বিশ্ব বাংলাদেশকে ধারণ করবে।