করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন রমজান মাসে মসজিদে তারাবির নামাজ বন্ধ করার ঘোষণা দিয়েছে জর্ডান সরকার। মঙ্গলবার জর্ডান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়। জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ খালাইলাহ বলেন, আমরা ফরজ নামাজ বাসায় পড়ছি এবং তারাবিও বাসায় পড়বো। করোনা ভাইরাসের কারণে সাবধানতার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে করোনা ভাইরাশের বিস্তার ঠেকাতে আগামী ১৭ এপ্রিল থেকে জর্ডানে দুই দিনের কারফিউ জারি করতে যাচ্ছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দেশটিতে দিনমজুর শ্রেণীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জর্ডান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে জর্ডানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯৭ জন। মারা গেছেন সাত জন।