মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ ফের শুরু হয়েছে।
১০ টাকা কেজি দরে চাল বিতরণের অংশ হিসেবে আজ সোমবার ২০ এপ্রিল চরফ্যাশন পৌরসভার কর্মহীন হতদরিদ্র ৭ শ’ মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়েছে। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস