
চরফ্যসন-মনপুরার সকল মানুষের জানমাল নিরাপদে রাখার দায়িত্ব আমার।আমি চেষ্টা করবো সকলের সুখে দুখে পাশে দাড়াবার। উন্নয়নের পাশাপাশি চরফ্যাসন থেকে চাদাবাজদের মুল উৎপাটন করবো। মাদক ও ফুটপাত দখর মুক্ত করার অভিযান থাকবে চলমান। বিএনপি থেকে ভোলা ০৪ নং আসনে (চরফ্যাসন-মনপুরা) নমিনি পেয়ে তার প্রতিক্রিয়ায় এ কথা বললেন যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। নুরুল ইসলাম নয়ন
চরফ্যসন পৌরসভার ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসতেছেন।
এ আসনটিতে বিএনপি থেকে নমেিনশন চেয়েছিলেন ডাকসুর সাবেক জিএস নব্বইর গন আন্দোলনের নেতা সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
নাজিম উদ্দিন আলমের বাড়ি ভোলা সদরে অবস্থিত হওয়ায় স্থানীয় বিএনপির একটি অংশ চরফ্যাসনের কৃতি সন্তান নুরুল ইসলাম নয়নের পক্ষে কেন্দ্রে জোড়ালো তদবীর করেছেন।
গতকাল বিএনপির সাধারন সম্পাদক এ আসনটিতে নুরুল ইসলাম নয়নের নাম ঘোষনা করার পর মিছিল মিটিং না করলেও বিএনপির কর্মীরা উল্লাসে মেতে উঠে।