করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরো এক পুলিশ সদস্য। তিনি নায়েক মো. আল মামুন অর রশীদ। আজ দুপুরে মারা যান তিনি। এ নিয়ে করোনায় আজ পুলিশের দুই সদস্যের মৃত্যু ঘটেছে। প্রাণঘাতি করোনায় এ পর্যন্ত পুলিশের মোট ১১ সদস্য প্রাণ হারালেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, চিকিৎসাধীন অবস্থায় পুলিশের নায়েক আল মামুন অর রশীদের মৃত্যু ঘটে। আল মামুন অর রশীদ ঢাকা মেট্টোপলিন পুলিশে কর্মরত ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে তার আগে আজ সকালে মারা গেছেন কনস্টেবল মো. মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। এ পর্যন্ত প্রায় ৩৩০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন প্রায় ৫০০ পুলিশ সদস্য।