বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যা জিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে। সেখান থেকেই আদলেতের মাধ্য্মে তাকে কারাগারে পাঠানো হবে।
সিএমএম আদালত হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে মাজেদকে আদালতে নেওয়া হয়। এখন তিনি কোর্ট হাজতে আছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে আদালতের মাধ্যনমে কারাগারে পাঠানো হবে।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) মাজেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানান, সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই