দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৮৪ জনের প্রাণহানি হলো।
শনিবার (১৮ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে ২৭ ভাগ, ৩১-৪০ বছরের মধ্যে ২২ ভাগ, ৪১-৫০ বছরের মধ্যে ১৯ ভাগ রয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও বাকিরা মহিলা। এলাকা ভিত্তিক হিসেবে সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরে ৩২ ভাগ। তার পর যথাক্রমে রয়েছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ভিন্নবার্তা/এমএসআই