 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নেত্রকোনা প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের বৃহত্তর সাতপাই বিএনপি পরিবার নেত্রকোনার উদ্যোগে শনিবার সন্ধ্যায় ১ নং ও ২ নং ওয়ার্ড বিএনপি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস,এম শফিকুল কাদের সুজা,
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি
জাহাঙ্গীর আলম মাসুদ,বিএনপি নেতা গাজী তোফায়েল আহমেদ, এস,এম মুসা,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস,এম মোয়াজ্জেম হোসেন ,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম খোকন,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্যামল ভৌমিকসহ অন্যরা।
অবহিতকরণ সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।