1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে আগুনে পুড়ে ১০ পরিবারের সর্বনাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ৩:১৮ pm

জয়নাল আবেদীন হিরো,নীলফামী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে অন্তত ১০টি পরিবার। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এই দুর্যোগে ১৩টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ির সঙ্গে থাকা আসবাবপত্র, খাদ্যসামগ্রী, নগদ অর্থ এবং একটি সদ্য কেনা অটোরিকশাও।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ করেই একটি ঘর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা সাজু হোসেন বলেন,অটোরিকশাটি মাত্র আগের দিনই ঋণ করে কিনেছিলাম। চোখের সামনে তা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কিছুই করতে পারছি না সব শেষ।

এছাড়া ক্ষতিগ্রস্ত মিন্টু, হযরত ও সবুজসহ আরও কয়েকজন জানান, তারা ঘর থেকে কিছুই বের করে আনতে পারেননি। চোখের সামনে পুড়ে গেছে চাল-ডাল, জামাকাপড়, নগদ টাকা এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করে স্টেশন অফিসার মো. হামিদুর রহমান বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নির্ধারণের কাজ এখনও চলমান।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন,ঘটনার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় শুকনো খাবার বিতরণ শুরু করা হয়েছে।

এদিকে আগুনে সর্বস্ব হারানো পর পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন তারা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ