মানিকগঞ্জ প্রতিনধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের নৈলান জামে মসজিদ নির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর সদর উপজেলা শাখার পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে এ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শেখ সাইফুল্লাহ মানসুর, এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা মসজিদ কমিটির সভাপতি আব্দুস সালাম মেম্বার-এর হাতে একশ বস্তা সিমেন্টের সমমূল্যের নগদ ৫০ হাজার টাকা তুলে দেন এবং মসজিদ নির্মাণের অগ্রগতি ও সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রুবিউল ইসলাম রুবেল, বাইতুলমাল সম্পাদক জুবায়ের হোসেন, পৌর ৭নং ওয়ার্ড সভাপতি কাওসার মাহমুদ, মো. মিলন, দেওয়ান রাজ, শাহিনুর রহমান ও শিবির নেতা সিফাত হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “ইসলামের প্রতীক মসজিদ নির্মাণে সহযোগিতা করা প্রতিটি মুসলমানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। জামায়াতে ইসলামী সর্বদা মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।”