লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে এক রিকশাচালক সোহাগ দেখালেন অসাধারণ সততার দৃষ্টান্ত। রিকশার সিটে ফেলে যাওয়া এক মহিলা যাত্রীর দুই লাখ টাকা তিনি ফেরত দিয়েছেন মালিকের হাতে। তার এই মানবিকতা ও সততার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়ভাবে শুরু হয়েছে প্রশংসার ঝড়।
ঘটনাটি ঘটেছে বুধবার। পরদিন বৃহস্পতিবার টাকা ফেরত দেন সোহাগ। তিনি লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বর্ণালী সড়কের বাসিন্দা এক মহিলা যাত্রী সাদাপুল এলাকা থেকে রিকশায় চড়ে বর্ণালী সড়কে আসেন। নামার সময় অসাবধানতাবশত ব্যাগ ভর্তি দুই লাখ টাকা রিকশার সিটে ফেলে যান। কিছুক্ষণ পর সোহাগ রিকশা পরিষ্কার করতে গিয়ে ব্যাগটি খুঁজে পান। ব্যাগ খুলে দেখেন সেখানে এক হাজার টাকার অসংখ্য নোট। তিনি টাকাগুলো নিরাপদে নিজের বাড়িতে রেখে দেন।
পরের দিন স্থানীয় লাঙ্গলখালী বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন মহাজনের মাধ্যমে সোহাগ টাকার ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। টাকা ফিরে পেয়ে ওই মহিলা ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সোহাগের সততার প্রশংসা করেন।
এ বিষয়ে লালমোহন সদর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আজিম উদ্দিন খান বলেন, “রিকশাচালক সোহাগের এই সততা ও মানবিকতা সমাজের জন্য এক অনন্য উদাহরণ। তার মতো মানুষ যদি প্রতিটি শ্রেণি-পেশায় থাকত, তবে বাংলাদেশ সত্যিই সোনার বাংলাদেশে পরিণত হতো।”
টাকা ফেরত দিতে পেরে সোহাগ নিজেও খুশি। তিনি বলেন, “টাকা আমার না, তাই ফেরত দিয়েছি। আল্লাহর রহমতে আমি সঠিক কাজ করতে পেরেছি।”