1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় বিএনপি নেতার উদ্যোগে দলাই নদীতে কুচুরিপানা পরিষ্কার অভিযান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৯ pm


‎নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা পৌর শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া দলাই নদীকে দুষণ ও দখলমুক্ত এবং পুনর্জীবিত করে গোসলসহ সকলের ব্যবহার উপযোগী করতে শুরু হয়েছে কুচুরিপানা পরিষ্কার অভিযান কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়।
এ সময় কচুরিপানা পরিষ্কার অভিযানে যোগ দেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক মানবিক সরকারি কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার।

দীর্ঘদিন ধরে কুচুরিপানায় ভরাট হয়ে নদীটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয়রা জানান, নদী পরিষ্কার হওয়ায় এখন থেকে তারা স্বাচ্ছন্দ্যে নদীকে নানা কাজে ব্যবহার করতে পারবেন।

‎স্থানীয় এক বাসিন্দারা বলেন, রনির এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার জন্য আমরা আবার নদীকে কাজে লাগাতে পারছি।

‎আয়োজন শেষে বিএনপি নেতা রনি বলেন, আমি সবসময় জনগণের পাশে ছিলাম আজিবন পাশে থাকতে চাই। মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। দলাই নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ নদীর প্রায় দেড় কিলোমিটার ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবারও জেলেদের মাছ ধরাসহ এলাকার মানুষের ব্যবহার উপযোগী হয়ে উঠবে। তিনি রনির এই মহৎ কাজকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

‎সবুজ প্রকৃতি ও পরিষ্কার নদীর প্রত্যাশায় নেত্রকোনায় নদী রক্ষার এ কার্যক্রম স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ