
সূর্য সময় স্রোত পৃথিবী ও বায়ু ,
অবিরাম করে কাজ অনন্ত আয়ু,
সময় স্রোত কভু থেমে নাহি রয়,
মানব জীবন তেমনি সম্মুখে ধায়,
সর্বংসহা পৃথিবী ঘোরে অবিরাম ,
জীবকে বুকে ধরে নাই বিশ্রাম ।
বায়ু বয়ে পৃথিবীর কোনে কোনে ,
অনুভবে বুঝি তা প্রতি ক্ষণে ক্ষণে,
সূর্য দান করে অবিরত আলো ,
শক্তির আধার সে জগতের ভালো,
চলে না অবিরাম মানব জীবন,
মহামূল্য জীবনের প্রতিটি ক্ষণ ,
মানব সেবায় নিজেকে করো অর্পন,
ধন্য হবে এ জীবন হাসবে ভুবন ।
ভিন্নবার্তা ডটকম/এন