
তিক্ত বাক্যে কাউকে করো না সন্মুখেই লাঞ্ছিত,
হইও না তুমি বারে বারে বিভব গণনাতে রত,
নিন্দার তুরঙ্গ তুমি ছুটিও না কারো পশ্চাতে,
ধনার্জন না হয় যেন তোমার, লিপ্সাতে,
কর্ম তোমার এহেন হলে, বলছে ঐশী বাণী,
আখেরাতের জীবনে হবে তোমাকে পঁচতাতে।
বিধানে বেঁধেছে তোমায়, তোমার অন্তর্যামী,
চূর্ণ বিচূর্ণ হয়ে নরকে নিক্ষিপ্ত হবে তুমি।
প্রলম্বিত খুঁটিতে বাঁধা হবে তোমায়,
স্রষ্টার অগ্নি স্পর্শিবে তোমার হৃদয়।
তীব্র অগ্নি প্রজ্জোলন করা হবে তোমার দেহে,
বহ্নিশিখায় রুদ্ধ হবে দোজখের দুয়ার, জানো কিহে?
জ্বলবে সেথায় তুমি অনন্ত অনন্ত অনন্ত কাল ধরে।
ইহলৌকিক জগতের দুদিনের নয় সে জীবন,
যে অগ্নি হৃদ স্পর্শের পূর্বেই আত্মা যাবে উড়ে।
সে হবে আখেরাতের অনন্তের অচেনাজীবন,
নরকের অনল অনন্তকাল হৃদয় খাবে তোমার পুড়ে।
সময়ে ধরো তাই পাক কালামের পথ,
শপথ করো করবে না ঈর্ষা হিংসা লিপ্সা নিন্দা কভু,
হবে না তুমি ধনের ধনী কিংবা পরনিন্দায় ব্রত,
প্রাণে মনে প্রভুরই করুণা করবে প্রার্থনা অবিরত।
ভিন্নবার্তা ডটকম/এন