
(প্রয়াত মেয়র আনিসুল হক কে উতসর্গ)
সোনালি ডানার ঝাপটায় যে তরুণ স্বপ্নের আকাশ রাঙায়
যার নিখাদ ভালোবাসার গানে রাঢ়-বংগ মুখর হয়ে যায়।
দু’চোখে তারুণ্য, দেশপ্রেমের অমীয় স্রোত
যে তরুণ বুকের ভেতরে ধরে।
সেই গোলাপ কিভাবে ফুটবে এই অনুর্বর ভূমিতে?
এখানে দূর্যধন পাশা খেলে দু:শাসনের নামাবলি গায়ে
ক্লাইভের ঘৃণিত পাদুকা পরে দূর্বিনীত মীর্জাফর হাটে।
কালনেমি ভাগাভাগি করে চন্দ্র
ক্ষুধিত আক্রসে জাপটে ধরে অমানিশা বারো ভূঁইয়ার স্বাধীন জনপদে।
আমার হাওয়াই মিঠাই আর চাটতে দেব না লোলুপ রসনা
আর নির্বাসন দন্ডে যাবো না ভয়াল সাইবেরীয়া।
স্বার্থের কাঁটাতারে ঝুলতে দেব না বিপন্ন মানবতা।
কতকাল ছেলে ভুলানো গান গাবে বন্ধ্যা সময়!
জনকের পবিত্র আত্মা ছুঁয়ে গভীর রাতে
আমায় নাগপাশে বাধে বিষণ্ন কুয়াশায়!
যেদিন পলল বদ্বীপ মুখর হবে মিছিলে মিছিলে
উদভ্রান্ত-নৈরাজ্য ভাঙবে শ্লোগানে শ্লোগানে।
বিল্পব মুখর হবে স্বদেশ, সহস্র পদভারে।
বলবেন মা- আবার যুদ্ধে যাও সোনা
আমার জন্য এনে দাও আর একটা স্বাধীনতা।
ভিন্নবার্তা ডটকম/এন